ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাপোড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে পুহাতু মোহাম্মদের চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফয়জুল ইসলামের ব্রয়লার মুরগির দোকানসহ ওই চায়ের দোকান পুড়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল আজিজ জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন