সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আগামী ২৮ মে ৫ম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী-সমর্থকদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ে একটি রেস্টুরেন্টে উপজেলার সনমান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু আওয়ামী লীগ প্রার্থী জাহিদ হাসান জিন্নাহ ও তার সমর্থকদের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। সম্মেলনে সাহাবুদ্দিন সাবু অলিখিত অভিযোগে বলেন, তিনি পারিবারিকভাবে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। তাছাড়া ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে চেয়ারম্যান হওয়ার পর শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদকপ্রাপ্ত হন। তৃণমূল পর্যায়ে ১৮টি ভোটের মধ্যে ১৫টি ভোট পেয়ে তৃণমূলে নির্বাচিত হওয়ার পরও কেন্দ্রীয় আওয়ামী লীগ অজ্ঞাত কারণে তাকে মনোনীত না করে জাহিদ হাসান জিন্নাহকে মনোনয়ন দেয়। ফলে সাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় নির্বাচনী প্রচারণা করছে। কিন্তু সরকারদলীয় প্রার্থী জিন্নাহ ও তার সমর্থকরা প্রতিদিনই সাবু সমর্থক এবং এলাকাবাসীর বাড়ি-ঘর ও ব্যবসা বাণিজ্যে হামলাসহ শারীরিক নির্যাতন করছে। তিনি আরো জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও নাজিরপুর এলাকার বাসিন্দা গোলজার হোসেন ও তার দুই ছেলে মাসুম ও মোকলেস, স্থানীয় জসিম, নুরনবী ও নিকটাত্মীয় সেলিমসহ ১৮/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী প্রতিদিন প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস ও থানায় লিখিত অভিযোগ করার পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও দৃশ্যত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন