শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তালতলীতে খাস পুকুর দখল করে আ.লীগ নেতার বাউন্ডারি ওয়াল নির্মাণ

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বরগুনার তালতলীতে খাস পুকুর দখল করে উপজেলা আ.লীগের সাঃ সম্পাদক ৮ সিসি পিলার করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন। তালতলী উপজেলার ৪৪নং বড়বগী মৌজার ১নং খাস খতিয়ানের ৬৪২/৬৪০ দাগটির উপর ১টি বড় পুকুর অবস্থিত। এই পুকুরের পানি মিষ্টি হওয়ার কারণে ২ শতাধিক পরিবার এর দুই পাশে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে। এর দুই প্রান্তে জনসাধারণের স্নানার্থে সরকার ২টি পাকা ঘাটলা নির্মাণ করে দেন। সম্প্রতি পুকুরটি পুনঃখননের জন্য এলজিইডি উপজেলা আ.লীগ সভাপতিকে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করেন। ঠিকাদার পানি সেচ করে শুকিয়ে ফেললে পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে সংশ্লিষ্ট দাগের বৃদ্ধি খাস জমিতে অবৈধভাবে বাসাবাড়ি নির্মাণ করে দখলরত তালতলী উপজেলা আ.লীগের সাঃ সম্পাদক তৌফিকুজ্জামান তনু খাস পুকুরের মধ্যে আরো ৫০/৬০ ফুট জায়গা জবরদখলে নিয়ে ৮ সিসি পিলার তুলে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে। তার দেখাদেখি তারই সাথে যোগসাজশে পুকুরের পাড়ে বসবাসরত অনেকেই মাটি কেটে পুকুরের মধ্যে নিজ নিজ এরিয়া বৃদ্ধি করে দখল করে নিচ্ছে। এভাবে সরকারী ১টি খাস পুকুর বেহাত/বেদখল হয়ে যাওয়ার প্রক্রিয়া চলতে দেখেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। তালতলী ইউনিয়নের তহশিলদার মোঃ খলিলুর রহমানের সাথে মোবাইলে (০১৭১৬৩৯৩০১৭) ১২ মে সকাল ৯:১২ সময় আলাপকালে তিনি বলেন, ‘আমি তাদের বাউন্ডারি করে দখল করার জন্য নিষেধ করি। তারপর উপজেলা নির্বাহী অফিসারকে নিয়ে কাজ বন্ধ করার জন্য নিষেধ করা হয় এবং পুকুরের পশ্চিমপাড় ৬৪২ দাগ সেটাও সরকারী জমি সেখানেও তারা দখল করে ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন