শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালী ভিসা সেন্টার পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫১ পিএম

নোয়াখালী জেলার প্রধান বাণিজিককেন্দ্র চৌমুহনীতে ইন্ডিয়ান ভিসা সেন্টার পরিদর্শন করেছেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রতিনিধি দলসহ তিনি চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন।

ভিসা সেন্টার পরিদর্শনকালে আদর্শ সোয়াইকা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোয়াখালীর আর্থ-সামাজিক অবস্থার প্রশংসা করে বলেন, এ অঞ্চলে মানুষেরা সহজে প্রতিবেশী দেশ ভারতে যাতায়াত করতে এ সেন্টার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সাধারণ মানুষের চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের জন্য এ সেন্টার থেকে সহজেই সেবা নিতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী আবদুল ওহাব কচি, জামাল উদ্দিন রানা, মিজানুর রহমান খোকনসহ অনেকেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন