সীমান্তে শান্তিপূর্ন অবস্থান নিশ্চিত করার লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার দানাজপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে দিনাজপুর জি সেক্টরের কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন ভুইয়া পিএসসি, ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফিন পিএসসি এবং বিএসএফর পক্ষে ভারতের কিষানগঞ্জ সেক্টর ডিআইজি অমৃত লাল তিরকি।
এ সময় বিজিবি এবং বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডারসহ স্টাফ অফিসারগন উপস্থিত ছিলেন। পরে বিজিবি কতৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন