চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল। এছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রত্যেক হলে দু'জন করে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সকালে নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক মুহাম্মদ সামাদ।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সব হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয় প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। সভায় ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, সভাটি ছিল প্রস্তুতিমূলক। ডাকসু নির্বাচনে কার দায়িত্ব কি রূপ হবে তা আলোচনা করতেই এই সভাটি ডাকা হয়েছিল। চলতি সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন