শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

জেন্ডার ডাটাবেজ তৈরিতে অর্থ দিবে ইউএন উইমেন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৪০ পিএম | আপডেট : ৬:৪৪ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০১৯

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার এর সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেছেন ইউএন উইমেন এর বাংলাদেশ প্রতিনিধি সুকো ইশাকাওয়া। বুধবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সাক্ষাতের সময় সুকো ইশাকাওয়া বলেন, বাংলাদেশ সরকারকে এই বৎসর সিএসডব্লিউ (কমিশন অন দা স্টেটাস অব উইমেন), বেইজিং প্লাস-২৫, সিডো এবং এসডিজি বাস্তাবয়ন অগ্রগতি রিপোর্ট প্রদান করতে হবে। এই সকল রিপোর্ট প্রণয়নে টেকনিক্যাল সহযোগিতা করতে চায় ইউএন উইমেন বাংলাদেশ।

সুকো ইশাকাওয়া বলেন, রিপোর্ট প্রণয়ন করার ক্ষেত্রে জেন্ডার সংশ্লিষ্ট তথ্য উপাত্ত পাওয়া অনেক সময় খুবই কঠিন হয়। জেন্ডার সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংরক্ষণের জন্য একটি ডাটাবেইজ তৈরী করা জরুরী। এই জন্যে জেন্ডার স্টাটিসটিকস প্রজেক্ট প্রণয়নে (জিএসপি) সহায়তার করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সচিব বলেন, ইউএন উইমেন বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্পে আর্থিক ও টেকনিক্যাল সহযোগিতা করছে যা খুবই প্রশংসনীয়। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউএন ইউমেন এর পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন