সঙ্গীতশিল্পী দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই শো করতে গিয়ে তাকে দেশের বিভিন্ন স্থানে যেতে হচ্ছে। ইতোমধ্যে গাজীপুর, ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে একাধিক স্টেজ শো করেছেন। ৮ ফেব্রুয়ারি যাবেন কক্সবাজার, ১২ ফেব্রুয়ারি গাজীপুরে স্টেজ শো সঙ্গীত পরিবেশন করবেন ঝিলিক। এছাড়াও আরো বেশ কিছু স্টেজ শো’তে অংশগ্রহণের ব্যাপারে কথা বার্তা চলছে। মূলত এই স্টেজ মৌসুমে অধিকাংশ সঙ্গীতশিল্পীদের মতো ঝিলিককেও অনেক ব্যস্ত থাকতে হয়। এদিকে সুবীর নন্দীর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক। গানের কথা লিখেছেন মাহমুদ করিম মুরাদ এবং সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানের কথা হচ্ছে ‘আমি চাঁদের সনে মান করেছি, দেখবোনা আর চাঁদ বদন’। গানটি একটি মিক্সড অ্যালবামে প্রকাশিত হবে। আসছে ভালোবাসা দিবসে গানটি প্রকাশ হবার সম্ভাবনা রয়েছে বলে জানান ঝিলিক। প্লেব্যাকে ঝিলিক সর্বশেষ কণ্ঠ দেন গত বছর আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে। এ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘এ নয়ন কাঁদবেনা’তো’ গানটিতে কন্ঠ দিয়েছিলেন তিনি ইমন সাহার সুর সঙ্গীতে। এরপর আর নতুন কোন সিনেমায় প্লেব্যাক করেননি। ঝিলিক প্রথম প্লেব্যাক করেন প্রয়াত আখতারুজ্জামান পরিচালিত ‘সূচনা রেখার দিকে’ সিনেমাতে। এতে তিনি শেখ সাদী খানের সুর সঙ্গীতে গান গেয়েছিলেন। এরপর আরো বেশ কিছু সিনেমায় গান গেয়েছিলেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন