শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্টেজ শো নিয়ে ব্যস্ত কর্নিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া স্টেজ শো নিয়ে এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন। একের পর এক স্টেজ শো করে যাচ্ছেন। শীত মৌসুম হওয়ায় তার ব্যস্ততাও দ্বিগুণ হয়ে গেছে। কর্ণিয়া বলেন, এখন ব্যস্ততা একটু বেশি। অবশ্য এ ব্যস্ততা আমি উপভোগ করছি। এখন শীত মৌসুম চলছে। শো-এর আয়োজনও বাড়ছে। তবে আমি একটু বেছে শো করি। গত কিছুদিনে কয়েকটি শোতে অংশ নিয়েছি। সর্বশেষ বগুড়াতে শো করলাম। এর আগে ধারাবাহিকভাবে শো করেছি ঢাকার রেডিসন হোটেল, হাতিরঝিল, সাভার, ময়মনসিংহ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে। শোতে সরাসরি গান শোনাতে হয়। শ্রোতাদের সাড়া সঙ্গে সঙ্গে পাওয়া যায়। তাই স্টেজ শো বেশ উপভোগ করি। কর্ণিয়া বলেন, আমি ভালো গান করে যেতে চাই। শো নিয়ে বেশি ব্যস্ত থাকায় নতুন গানে তেমনভাবে সময় দিতে পারিনি। এখনো শোয়ের ব্যস্ততা রয়েছে। তবে আমি তার মধ্যে থেকেও নতুন গানের জন্য সময় বের করছি। মৌলিক গানের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, আমি ভালো কিছু গান করতে চাই, যেগুলো মানুষ দীর্ঘদিন মনে রাখবে। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা মোটামুটি ভালো। তবে প্রকৃত শিল্পীদের টিকে থাকার অন্যতম মাধ্যম হচ্ছে স্টেজ। সেদিক থেকে আমি শুরু থেকেই এ মাধ্যমটিতে ব্যস্ত থাকতে চেষ্টা করি। শ্রোতারা আমার গান শুনতে চান, এর চেয়ে বড় বিষয় আর কী হতে পারে! নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করবো বলে ঠিক করেছি। আমার চ্যানেল থেকে প্রকাশের জন্য কয়েকটি গান প্রস্তুত করছি। নিজের স্টাইলের গানই আমি এখানে করতে চাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
SHIRIJIT MUKHERJEE NIS A HINDU ; H/COME HE GETS MARRIED WITH RASHID MITHILA ? STOP ৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৩ এএম says : 0
SHIRIJIT MUKHERJEE IS A BUSTERED ...; HOW CAN YOU ALLOW HER TO MARRY A BUTERED...?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন