হাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৯-২০২১) আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গত ৩ ফেব্রæয়ারী হাবের নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ মার্চ হাব সদস্যদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৪ মার্চ হাব নির্বাচন বোর্ডের কাছে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করবেন। হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হাজী মাজহারুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ইস্কাটন গার্ডেন রোডস্থ পুলিশ কনভেনশন হলে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হাবের জরুরী সাধারণ সভা আহবান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন হাব সভাপতি আলহাজ আব্দুস ছোবহান ভূঁইয়া। ২০১৯ সনের হজে হজযাত্রীদের বাড়ী ভাড়ার সমুদয় টাকা সরকারের নিয়ন্ত্রণে বøক করে রাখার শর্ত দিয়ে ধর্ম মন্ত্রণালয় হজ প্যাকেজের সম্পূর্ণ মূল্য জমার মাধ্যমে হজযাত্রী নিবন্ধন করার নীতিমালা চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে মতামত প্রদানের জন্য হাব জরুরী সাধারণ সভা আহবান করেছে।
হাবের ইসি অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম এক মেসেজে হাবের আজকের সভায় হজ এজেন্সীর স্ব স্ব এ্যাকাউন্টে সর্ব নিন্ম হজ প্যাকেজের সমুদয় টাকা জমা করে হজযাত্রীর চূড়ান্ত নিবন্ধনের পূর্ণসমর্থন দেয়ার জন্য হাব সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন