সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হাজীদের আর ভর্তুকি দিবেন না ইমরান খান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৫০ পিএম

চলতি বছরের হজ নীতিতে এক বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। নতুন এ নীতি অনুযায়ী এখন থেকে হজে আর কোনো ধরনের ভর্তুকি দেবে না ইমরান খান নেতৃত্বাধীন পাক সরকার। মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতির বরাতে করা প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম সামা।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইমরান খান নেতৃত্বাধীন মন্ত্রিসভা এ সঙ্ক্রান্ত এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর সেখানেই এই হজ খাতে আরও কোনো ধরনের ভর্তুকি না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

যদিও পরবর্তীতে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হজে ভর্তুকি বিষয়ে সরকার এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এদিকে অন্য এক প্রতিবেদনে পাক সংবাদমাধ্যম দ্য ডন জানায়, গত বছরের তুলনায় এবার হজ খাতে খরচ বৃদ্ধি পাবে। চলতি বছর প্রত্যেক হাজীর পেছনে অতিরিক্ত অন্তত ১ লাখ পাকিস্তানি রুপি খরচ করতে হবে। যেখানে সর্বমোট ভর্তুকি ছাড়া দেশের দক্ষিণাঞ্চলের হাজীদের জন্য খরচ হবে মোট ৪ লাখ ৩৬ হাজার রুপি এবং উত্তরাঞ্চলের হাজীদের পেছনে ব্যয় হতে পারে আনুমানিক ৪ লাখ ২৬ হাজারের বেশি পাকিস্তানি রুপি।

উল্লেখ্য, মূলত এজন্যই দেশটির ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি হাজীকে মাথা পিছু ৪৫ হাজার রুপি করে ভর্তুকি প্রদানের প্রস্তাব করা হয়। চলতি বছর দেশটি থেকে অন্তত ১ লাখ ৮৪ হাজার মানুষ হজ করার উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। যাদের মধ্যে প্রায় ১ লাখ ৭ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৬ হাজার যাবেন বেসরকারি উদ্যোগে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন