বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পুনরায় ভোট গণনার দাবি

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ হাসান আলী পুনঃ ভোট ভোট গণনার দাবিতে গত বৃহস্পতিবার সকালে পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, গত ৭ মে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি তালা মার্কা নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম গণনায় তিনি ৫০১ ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হাসান পান ৪৭৫ ভোট। উভয়ের নাম হাসান হওয়ার সুযোগে প্রিসাইডিং অফিসার পক্ষ নিয়ে কারসাজির মাধ্যমে পুনরায় ৪ দফায় ব্যালট পেপার গুনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭ ভোটে বিজয়ী ঘোষণা করেন। পুনঃ গণনা অনুষ্ঠিত হলে তিনি ২৬ ভোটে নিশ্চিত বিজয়ী হবেন বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন