কাপ্তাই উপজেলার রাইখালী কারিগরপাড়া এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ২ জন আ.লীগের কর্মীকে হত্যার অভিযোগে যৌথবাহিনী কর্তৃক দু’জনকে আটক করা হয়।
জানা যায়, গত সোমবার বিকালে কারিগরপাড়া এলাকায় চা দোকানে বসে মংসুইনু মারমা ও জাহিদ হোসেন চা-নাস্তা খাওয়ার সময় একদল সন্ত্রাসী মটরসাইলেযোগে এসে এলোপাতাড়ি দু.জন আ.লীগ কর্মীকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনী খোংসাথুই মারমা প্রকাশ মোস্তফা (৫২) ও তপন তালুকদার (৩২)কে আটক করে চন্দ্রঘোনা থানার নিকট সোর্পদ করে। গতকাল বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, হত্যা সাথে জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনী ২ জনকে আটক করে আমাদের নিকট সোর্পদ করে। অফিসার ইনচার্জ আরো বলেন, হত্যার ঘটনায় নিহত মংসুইনু শশুর আপ্রু মারমা বাদি হয়ে ২১ জন, অজ্ঞত ১০/১২জনের বিরুদ্ধে মামলা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন