শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নতুন সিনেমায় মোশাররফ করিম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেনা ওয়াজেদ আলী সুমন। সিনেমাটির নাম রঙিন ফানুস। ইতোমধ্যে মোশাররফ করিমকে চুক্তিবদ্ধ করা হয়েছে। মার্চ থেকে সিনেমাটির শূটিং শুরু হবে। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ। ওয়াজেদ আলী সুমন বলেন, আমি বরাবরই সিনেমার মধ্যে চমক রাখতে চেষ্টা করি। নতুন সিনেমা আমার বিশেষ চমক মোশাররফ করিম। তিনি দেশের গুণী একজন শিল্পী। যে কোনো চরিত্র অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলতে পারেন। অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকরা আমার নতুন সিনেমায় নতুন রূপে মোশাররফ করিমকে দেখতে পাবেন। তিনি বলেন, একেবারে মৌলিক গল্প নিয়ে নির্মাণ হবে রঙিন ফানুস। কারণ, দর্শক এখন আর নকল গল্পের সিনেমা দেখতে চায় না। ইউটিউবের মাধ্যমে সবাই সব দেশের সিনেমা আগেই দেখে ফেলে। নকল গল্প নিয়ে সিনেমা নির্মাণ করলে তা তাদের কাছে ধরা পড়ে। তাই একেবারে মৌলিক গল্প নিয়ে নতুন সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। তিনি বলেন, এর আগে গত বছর ঈদুল আজহায় নির্মাণ করেছিলাম শাকিব খানকে নিয়ে ক্যাপ্টেন খান। সুন্দর নির্মাণ নিয়ে সবাই প্রশংসা করলেও আমরা যতটা আশা করেছিলাম ততটা ব্যবসা করতে পারেনি। কারণ সিনেমাটির গল্প ছিল নকল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন