বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরদারের বিরুদ্ধে সরকারী অর্থায়নে দীঘি কেটে শ্বশুর বাড়ির লোকজনকে দিয়ে অবৈধভাবে ভোগ-দখল করানোর অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ ২৬ বছর পরে গত বৃহস্পতিবার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের সমাজসেবী আলহাজ আঃ মান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরদার চেয়ারম্যান থাকাকালীন ১৯৯০ সালে কচুয়া গ্রামে শ্বশুর বাড়ির সন্নিকটে ১৩ মে. টন গম বরাদ্দ দিয়ে একটি দীঘি খনন করেন। পরে তিনি ওই দীঘি তার শ্বশুর ছক্কাত আলী ফকিরকে ভোগ-দখলের সুযোগ দেন। এছাড়াও সাবেক চেয়ারম্যান শাহ আলম সরদারের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের পরিচালক থাকা অবস্থায় সংযোগ দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ উত্তোলন, কচুয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসা ও উত্তরকুল হাই স্কুল এবং মসজিদের উন্নয়নের নামে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরদার জানান, কচুয়া রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ করায় আঃ মান্নান তার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ এনেছেন। ২৬ বছর পরে কেন অভিযোগ করা হয়েছে জানতে চাইলে অভিযোগকারী আলহাজ আঃ মন্নান দাবি করেন স্বাধীনতার ৪৪ বছর পরে যদি যুদ্ধাপরাধীদের বিচার হতে পারে তবে কেন ২৬ বছর পরে দুর্নীতিবাজদের দুর্নীতি ও অনিয়মের বিচার হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন