কক্সবাজার অফিস
ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকানসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে উখিয়া পালংখালী বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় অগ্নিকা- নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ওই ৭ দোকানের সব মালামাল ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এই অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, অগ্নিকা-ের ঘটনায় ২টি দর্জির দোকান, ১টি কুলিংকর্নার, ২টি ওষুধের দোকান, ১টি চালের দোকান ও ১টি মুদি দোকান পুড়ে যায়। অগ্নিকা-ের ঘটনায় দোকানের মালিকরা কোনো মালামাল উদ্ধার করতে পারেনি। এছাড়াও পার্শ¦বর্তী বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অগ্নিকা-ে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন