গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
‘প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণ পদ্ধতি নিশ্চিত করে সুস্থ ও সুন্দর পারিবারিক বন্ধন’- এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে ১৪ মে থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার অভিযান সপ্তাহ। গত বৃহস্পতিবার গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং থেকে এ তথ্য জানানো হয়। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি মোঃ সোহেল পারভেজ, ডা. ফারুক আহম্মেদ, ডা. মনিরুজ্জামান ও সাংবাদিক মনোজ সাহাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। আগামী ১৯ মে পর্যন্ত সেবা সপ্তাহ চলবে বলে সভা থেকে জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন