শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দেড় মাসেও মিলেনি পারিশ্রমিক বাড়ছে ক্ষোভ

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা

ছাতকে সদ্য সমাপ্ত ইউনিয়ন নির্বাচনে নিরপত্তার দায়িত্ব পালনকারী আনসার বাহিনীর পারিশ্রমিক এখনো পরিশোধ করা হয়নি। দায়িত্ব পালনের দেড় মাস পরও তাদের পারিশ্রমিক না দেয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। প্রত্যহ প্রত্যন্ত অঞ্চল থেকে আনসাররা পারিশ্রমিকের টাকা নিতে উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়ে আসে। কিন্তু সরকারী বরাদ্দ না আসায় সংশ্লিষ্টরা আনসারদের পাওনা পরিশোধ করতে পারছেন না। জানা গেছে, সারা দেশের ন্যায় দ্বিতীয় ধাপে ছাতকের ১৩টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয় গত ৩০ এপ্রিল। নির্বাচনের সময় এখানে ২ হাজার ৩শ’ ৪৬ জন নারী-পুরুষ প্রতি কেন্দ্রে আনসার হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করে। এ সব আনসারদের মধ্যে শতকরা ৩০ ভাগ প্রশিক্ষণপ্রাপ্ত ও অস্ত্রধারী আনসার এবং ৭০ ভাগ স্থানীয় ঠিকাদারদের মাধ্যমে শ্রমিক শ্রেণীর মানুষদের নিয়োগ দেয়া হয়েছে। ছাতক সদর ইউপির চারচিরা কেন্দ্রের হারিছ আলী, ইসলামপুর ইউপির জামুরা কেন্দ্রের জামাল মিয়া, চরমহল্লা ইউপির টেটিয়ারচর কেন্দ্রের হুসেন আলী, আলম, এমাদ ও জাউয়া ইউপির দেবেরগাঁও কেন্দ্রের কদ্দুছ আলী জানান, একাধিকবার পারিশ্রমিক নিতে এসে ফের খালি হাতে বাড়ি যেতে হয়েছে। এতে ৮ থেকে ৯শ’ টাকা খরছ হয়ে গেছে। কাজ-কর্ম ফেলে পারিশ্রমিকের জন্য ধরনা দিতে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। টাকা পাওয়ার নির্দিষ্ট কোন সময়ও বলতে পারছেন না কর্মকর্তারা। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মালিক জানান, নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে দু’শ্রেণীর আনসার বাহিনী নিয়োগ দেয়া হয়েছে। শেণনী অনুযায়ী তাদের পারিশ্রমিকেরও তারতম্য রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও অস্ত্রধারী আনসারদের পারিশ্রমিক ১ হাজার ৭শ’ টাকা এবং সাধারণ আনসারদের পারিশ্রমিক হিসেবে পাবে ১ হাজার ৫শ’ ৮০ টাকা করে। সরকারী টাকা না আসায় তাদের পাওনা পরিশোধ করা যাচ্ছেনা বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন