রাজধানীর শাহবাগে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন। পুলিশের দাবি, ছিনতাইকারীরা তাদের ওপর হামলার চেষ্টা করে। শনিবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, রাতে মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী শাহবাগ এলাকায় ছিনতাই করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শিশুপার্কের গেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এসময় তারা চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়ে। এসময় এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হলেও অপর দু’জন পালিয়ে যান।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দসহ চাপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ করা মোটরসাইকেলটি ছিনতাইকারীরা অন্য জায়গা থেকে চুরি করে নিয়ে এসেছে।
ওসি জানান, গুলিবিদ্ধ মাসুদকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন