শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভুলে ভরা এনআইডি কার্ড বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ শতাধিক নতুন ভোটারের মাঝে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ করা হয়েছে। গতকাল পীরগঞ্জ পৌরসভা কার্যালয়ে দিনভর এসব কার্ড বিতরণ করা হয়। তবে বিতরণকৃত জাতীয় পরিচয়পত্রে অনেকের নাম, জন্ম তারিখ এবং ঠিকানায় ভুল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার অধীন বাদ পড়া এবং নতুন ৫ শতাধিক ভোটারের মাঝে সাময়িক জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। পৌরসভা এলাকার ঐ সব জাতীয় পরিচ য়পত্র বিতরণের লক্ষ্যে শনিবার শহরে পৌর কর্তৃপক্ষ মাইক প্রচার করে। গতকাল রোববার সকাল থেকে পৌরসভা কার্যালয়ে তা বিতরণ করা হয়। এদিকে বিতরণকৃত জাতীয় পরিচয় পত্রের ব্যাপক ভুল হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পৌরসভার ৭নং ওয়ার্ডের জনৈক সবুজ আহম্মেদ জানান, তার নাম সবুজ আহম্মেদ। কিন্তু পরিচয় পত্রে বাংলায় মো. সবুজ আহম্মেদ এবং ইংরেজিতে এমডি সবুজ আহাম্মদ করা হয়েছে। এরকম আরো বেশ কয়েকজন জানান, কারো নামের ভুল, কারো ঠিকানায় ভুল আবার কারো জন্ম তারিখ অথবা ছবি সংযোজনে ভুল হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার তকদির আলী জানান, জাতীয় পরিচয়পত্রে ভুল হওয়ার কথা না। তারপরেও ভুল হয়ে থাকলে উপযুক্ত প্রমান সহ আবেদন করা হলে তা সংশোধন করে দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন