শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘বিপজ্জনক’ বাংলাদেশের বিপক্ষে সতর্ক নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ওয়ানডে ক্রিকেটে বরাবরই দারুণ খেলে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রয়েছে মাশরাফি-সাকিবদের। আর প্রতিপক্ষ যদি হয় নিউজিল্যান্ড তবে যেন সাহসটা বেড়ে যায় আরও কয়েকগুণ।
পরিসংখ্যান জানাচ্ছে জিম্বাবুয়ে ব্যতীত নিউজিল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে ভালো জয়ের হার বাংলাদেশের। এখনও পর্যন্ত তাদের বিপক্ষে ৩১ ম্যাচ খেলে ১০টিতেই জয় পেয়েছে টাইগাররা। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত সময়ে কিউইদের বিপক্ষে টানা ৭ ওয়ানডে জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের। যা নেই জিম্বাবুয়ে ব্যতীত অন্য কোনো দলের সঙ্গে।

এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে অপরাজিত রয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। ২০১৭ সালে আয়ারল্যান্ডের মাঠে ত্রিদেশীয় সিরিজে এবং একই বছর ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে জয় পেয়েছিল বাংলাদেশ। জয়ের এ ধারাকে টানা তিন ম্যাচে পরিণত করতেই আজ সকালে নিউজিল্যান্ডের নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।

বাংলাদেশের খেলোয়াড়রা বিপিএল খেলে খানিক ক্লান্ত হলেও তাদের সঙ্গে রয়েছে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি। অন্যদিকে ঘরের মাঠেই ভারতের কাছে ১-৪ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যাওয়া নিউজিল্যান্ড রয়েছে নিজেদের হারিয়ে খোঁজার মিশনে।

এই ম্যাচে নামার আগে তাই ভীষণ সতর্ক নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাকলিন পার্কে দলের অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলকে বিপজ্জনক উল্লেখ করে কিউই অলরাউন্ডার টড অ্যাস্টল বলেন, ‘আমি সবসময়ই মনে করি তারা বিপজ্জনক দল। তারা নিশ্চিতভাবেই ভালো রান করতে পারে। এছাড়া তাদের স্পিনের বিপক্ষে এটা বেশ কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করি। দেখতে হবে আমরা তাদের কতটা পরীক্ষা নিতে পারি এবং চাপে ফেলে ম্যাচটা জিততে পারি কি-না।’

ভারতের বিপক্ষে ওয়ানডেতে হারলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঠিকই ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। সে সিরিজের ইতিবাচক দিকগুলো বাংলাদেশের বিপক্ষেও কাজে লাগানোর কথা জানান ৩২ বছর বয়সী এ লেগস্পিনিং অলরাউন্ডার, ‘ছেলেরা মাঠে নামতে মুখিয়ে রয়েছে। (ভারতের বিপক্ষে) দারুণ একটি টি-টোয়েন্টি সিরিজের পর ছেলেরা এখন ভালো অবস্থায় রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে না। তারা আমাদের চ্যাম্পিয়নস ট্রফিতে হারিয়েছিল। তাই আমাদের এই জায়গায় প্রমাণের অনেক কিছুই রয়েছে। আশা করছি আমরা তাদের কঠিন পরীক্ষায় ফেলতে পারবো।’

ম্যাচ তারিখ ভেন্যু সময়
১ম ওয়ানডে ১৩ ফেব্রæয়ারি নেপিয়ার সকাল ৭টা
২য় ওয়ানডে ১৬ ফেব্রæয়ারি ক্রাইস্টচার্চ ভোর ৪টা
৩য় ওয়ানডে ২০ ফেব্রæয়ারি ডানেডিন ভোর ৪টা
১ম টেস্ট ২৮ ফেব্রæ.-৪ মার্চ হ্যামিল্টন ভোর ৪টা
২য় টেস্ট ৮ মার্চ-১২ মার্চ ওয়েলিংটন ভোর ৪টা
৩য় টেস্ট ১৬ মার্চ-২০ মার্চ ক্রাইস্টচার্চ ভোর ৪টা
*বাংলাদেশ সময়

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন