শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাটমোহরের ৬ ইউনিয়ন বিদ্রোহের ভারে ভারাক্রান্ত আ.লীগ

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে
পাবনার চাটমোহর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের ভারে ভারাক্রান্ত ক্ষতাসীন আওয়ামী লীগ। দলটি থেকে ৬জনকে নৌকা প্রতীকে নির্বাচনের মনোনয়ন দিলেও প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় হাই কমান্ড থেকে বিলচলন ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আবুল কালাম আজাদ, হরিপুর ইউনিয়নে মো. মকবুল হোসেন, গুনাইগাছা ইউনিয়নে মো. নুরুল ইসলাম, ছাইকোলা ইউনিয়নে মো. নজরুল ইসলাম, হান্ডিয়াল ইউনিয়নে মো. রবিউল করিম মাস্টারকে মসোসয়ন দেয়া হয়। কিন্তু মনোনয়ন প্রত্যাশিরাও তাদের মনোনয়ন প্রত্যাহার না করে নির্বাচনের জন্য নির্বাচনী মাঠে লড়ছেন এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- উপজেলার বিলচলন ইউনিয়নে মো. সাইদুল ইসলাম, আকতার হোসেন, হরিপুর ইউনিয়নে মো. আবুল কাশেম, গুনাাইগাছা ইউনিয়নে মো. রজব আলী বাবলু, ছাইকোলা ইউনিয়নে মো. বোরহান উদ্দিন সরকার এবং হান্ডিয়াল ইউনিয়নে মো. জাকির হোসেন ও মো. গোলবার হোসেন। ইউনিয়নগুলিতে একাধিক বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। একাধিক আ. লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন বিলচলন ইউনিয়নে মো. সাইদুল ইসলাম, আকতার হোসেন ও হান্ডিয়াল ইউনিয়নে মো. জাকির হোসেন এবং মো. গোলবার হোসেন, ছাইকোলা ইউনিয়নে মো. বোরহান উদ্দিন সরকার ও মো. জহুরুল ইসলাম। এ’ছাড়া বিএনপিতেও ২টি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তবে দলের একটি সূত্র জানায় তারা মনোনয়নপত্র প্রত্যাহর করবেন। বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হলেন হরিপুর ইউনিয়নে বাবুলুর রহমান এবং হান্ডিয়াল ইউনিয়নে আবু হানিফ। উল্লেখ যে, ইতোপূর্বের চাটমোহরের ৫ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ জনই আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন