শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

টেকনাফ পৌরসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিহীন হাজী ইসলাম পুনরায় মেয়র হওয়ার পথে

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস
সীমান্ত শহর টেকনাফ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন সরকার দলের এমপি অব্দুর রহমান বদির চাচা (বর্তমান মেয়র) হাজী মুহাম্মদ ইসলাম। আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র হাজী মো. ইসলাম একক মেয়র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বি ঘোষিত হয়েছেন। গত ১০ মে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন টেকনাফ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন লিখিতভাবে বিধি ২২ (২) দ্রষ্টব্য ফরম-চ মতে মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র হাজী মো. ইসলামকে একক মেয়র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছেন। এবারে তিনি টেকনাফ পৌরসভায় ২য় মেয়াদের জন্য মেয়র হাজী মো. ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২য় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত বলে ধরে নেয়া যায়। একইভাবে ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুল্লাহ মনির এবং ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর (এমপি আবদুর রহমান বদির ছোট ভাই) মাওলানা মুজিবুর রহমানকেও কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বী ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র হাজী মো. ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাঈল, জাহাঙ্গীর আলম, মো. হাশিম ও এসএম ফারুক বাবুলসহ মোট ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২ মে বাছাইয়ে মো. হাশিম ও এসএম ফারুক বাবুল এর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর বর্তমান মেয়র হাজী মো. ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাঈল, জাহাঙ্গীর আলম এই ৩ জন প্রার্থী ছিলেন। ৮ মে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সর্বশেষ ৯ মে সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাঈল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন