রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর শাহাদাত হোসেন বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে মোট ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আজ রাত পৌনে ৮টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ ও কোন হতাহতের খরব পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন