লক্ষীপুরের রামগতিতে শত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াকর্তা প্রকাশ্যে শ্রী শ্রী রাধাকান্ত সোহং স্বামীজির ৯০ তম তিরোধাম দিবস উপলক্ষে মেলা শুরু হয়েছে।
জানা যায়, আশ্রম কমিটির আয়োজনে বুড়াকর্তার স্মরণে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শনিবার থেকে ১৪ দিন ব্যাপী শুরু হওয়া মেলায় চলছে সনাতন সম্প্রদায়ের হরিনাম,পদাবলী, পাঠ, লীলাকীত্তন এর পাশাপাশি দেশ বিদেশ থেকে নানান পসরা নিয়ে এসেছে ব্যবসায়ীরা। এখানে শিশুদের নাানান খেলনার সাথে রয়েছে দৈনন্দিন প্রয়োজনীয় হরেক রঙের বাঁশ বেত কাঠের বিচিত্র সামগ্রী। মেলায় নানান পদের মিষ্টিজাতিয় খাদ্য, ফার্নিসার, কাসা পিতলের তৈষজপত্র, দা বটি, গার্মেন্ট, খাবার হোটেলসহ প্রায় ৩ শতাধিক দোকানী বসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন