আজ ভোর থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রোববার ভোর ছয়টা থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর সাড়ে সাতটার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোতে কেঁপে ওঠে ঢাকার আকাশ। পরে কিছুক্ষণ বন্ধের পর আবার শুরু হয় বৃষ্টি।
প্রথম দফায় মুষলধারে প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হয়। পরে কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমে গিয়ে আবারও বাড়তে থাকে।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ এলাকাতেই আজ বৃষ্টি হবে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কমে যাবে খানিকটা। আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন