একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার ১২টি মামলায় আত্মসমর্পণের পর বিএনপির ৫৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে তারা আত্মসমর্পণ করেন। তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানান মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের ১২টি মামলায় বিএনপি নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। ওই জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। উল্লেখ্য, গত কয়েকদিনে কয়েকশ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেন। তাদের সবাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন