খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া এলাকার একটি খুচরা গ্যাস সিলিন্ডারের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ভূবন বিকাশ চাকমা, আব্দুল হামিদ, মোঃ জমির, মাহমুদ উল্লাহ, নিউটন চাকমা, মহিরঞ্জন চাকমা ও মিনতি চাকমা। দগ্ধদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর পানি ছিটানো হয়েছে। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে অবৈধ উপায়ে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন