শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টিআরপির শীর্ষে ‘কৃষ্ণকলি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের সরল আর কর্মনিষ্ঠ ‘বউ’ শ্যামা দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আর সিরিয়ালটিও এখন পশ্চিম বঙ্গের বাংলা সিরিয়ালগুলোর মধ্যে শীর্ষে স্থান পেয়েছে। সিরিয়ালটিতে শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াশা রায় আর তার তার স্বামী নিখিলের ভূমিকায় নীল ভট্টাচার্যি। সা¤প্রতিক কাহিনীতে শ্যামা দুর্ঘটনার পড়ার পর শয্যাশায়ী হয়ে আছে। সিরিয়ালের দর্শকরা জানেন শ্যামার গুরুমা রুকুমিনী তার মেয়ের জায়গায় শ্যামাকে গান গাইতে বাধ্য করে, শ্যামার শ্বশুর বিষয়টি জেনে যায়। শ্যামার জটিল পরিস্থিতির শিকার হবার ঘটনা টিআরপি বৃদ্ধিতে কাজ করেছে। টিআরপিতে দ্বিতীয় স্থানে আছে ‘রানি রাশমনি’। এতে কেন্দ্রীয় দুই ভূমিকায় আছেন দিতিপ্রিয়া রায় আর গাজি আবদুন নুর। রানির মেয়ে জগদম্বা আর জামাতা মথুরামোহনের জীবনের জটিলতা নিয়ে সা¤প্রতিক কাহিনী ধারা সিরিয়ালটির রেটিং বাড়িয়েছে। ‘জয় বাবা লোকনাথ’ চলতি সপ্তাহে তিন নম্বরে আছে; যৌথভাবে একই জায়গায় আছে উষসী রায় অভিনীত কয়েক সপ্তাহ আগের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’। তারপর আছে ফুটবলার বউ ‘জয়ী’। পাঁচে আছে ‘দেবী চৌধুরানী’ ছয়ে ‘নকশি কাঁথা’। সাতে ‘কে আপন কে পর’, আটে ‘সীমারেখা’, নয়ে যৌথভাবে ‘ইরাবতী চুপকথা’ আর ‘রানু পেল লটারি’ এবং দশে যৌথভাবে ‘সাত ভাই চম্পা’ আর ‘ফাগুন বউ’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন