ভারতীয় বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় এই সপ্তাহে বড় পরিবর্তন এসেছে। তালিকায় জায়গা করে নিয়েছে দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’। ‘মিঠাই’ এখনও শীর্ষে আছে, এরপর আছে ‘অপরাজিতা অপু’, আর তারপরই স্থান পেয়েছে ‘সর্বজয়া’। এর ফলে জনপ্রিয় ‘খড়কুটো’ শীর্ষ পাঁচ থেকে ছিটকে পড়েছে। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী দেবশ্রী দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন। তার ফেরা নিয়ে বেশ শোরগোল শুরু হয়, নেটিজেনদের এক অংশ প্রোমো প্রচার থেকে তার বয়স নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি। অনেকে তাকে সমর্থন করলেও অভিনেত্রী বরাবর চুপ ছিলেন। ‘সর্বজয়া’তে আরও অভিনয় করছেন কুশল চক্রবর্তী। রুবেল দাশ এবং শ্বেতা ভট্টাচার্য অভিনীত ‘যমুনা ঢাকি’ তালিকায় চার নম্বরে রয়েছে। ভাল অবস্থান বজায় রাখতে পেরেছে নীল ভট্টাচার্য এবং তিয়াসা রায় অভিনীত ‘কৃষ্ণকলি’ শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষের অভিনয়ে ‘কড়ি খেলা’ও ভাল অবস্থানে আছে। ‘খড়কুটো’ ছাড়া উপরোল্লিখিত সবগুলো ধারাবাহিক জি বাংলার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন