বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি (আইআরডিবি)র কর্মচারীদের চাকরী রাজস্ব বাজেটে স্থানান্তর, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করে ২০১২ সাল থেকে বকেয়া বেতন প্রদানসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ৩য় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ৩ দফা দাবি বাস্তবায়নে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, বেতন ভাতা না পাওয়ায় কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে বেতন ভাতা প্রদানসহ ৩ দফা দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন নেতারা। বক্তব্য দেন- আইআরডিবির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মানারুল হক, সাধারণ সম্পাদক ইমরান আলী প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেন নেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন