শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেতনের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি (আইআরডিবি)র কর্মচারীদের চাকরী রাজস্ব বাজেটে স্থানান্তর, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করে ২০১২ সাল থেকে বকেয়া বেতন প্রদানসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছে ৩য় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ৩ দফা দাবি বাস্তবায়নে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, বেতন ভাতা না পাওয়ায় কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে বেতন ভাতা প্রদানসহ ৩ দফা দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন নেতারা। বক্তব্য দেন- আইআরডিবির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মানারুল হক, সাধারণ সম্পাদক ইমরান আলী প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেন নেতারা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন