বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মোহাম্মদপুরে ফার্মেসিতে অভিযান কোটি টাকার সরকারি ও নকল ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি ও নকল ওষুধ জব্দ করেছে র‌্যাব। এসময় বিভিন্ন ফার্মেসি মালিককে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত সোমবার দুপুর থেকে রাত সোয়া ২টা পর্যন্ত এ অভিযান চলে। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানকালে রয়েল মেডিকেল হলকে ৪ লাখ, নরসিংদী ফার্মেসিকে ১ লাখ, হামিদা ফার্মেসিকে ১ লাখ, এসএইচ ফার্মেসিকে ১ লাখ, স্বদেশ ফার্মেসিকে দেড় লাখ, প্রাণ সার্জিক্যাল ফার্মেসিকে দেড় লাখ ও নাব ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব ফার্মেসি থেকে বিপুল পরিমাণ সরকারি ও নকল ওষুধ জব্দ করা হয়। জব্দ করা এসব ওষুধের মূল্য প্রায় এক কোটি টাকা। এদিকে, অভিযানকালে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের একটি বাড়ির তিন তলার একটি ফ্ল্যাট সিলগালা করে র‌্যাব। এছাড়া দু’জনকে আটক করে একজনকে এক বছর ও অন্যজনকে দুই বছরের বিনাশ্রম কারাদÐ দেয় আদালত হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন