শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে থিম সং

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আশিক বন্ধু : মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি হয়েছে থিম সং। এতে কণ্ঠ দিয়েছেন খন্দকার বাপ্পী। গানটির কথা লিখেছেন গীতিকার অনুরুপ আইচ। গানটির সুর সঙ্গীতায়োজন করেছেন ইশরাক হোসেন। এতে আবৃত্তি করেছেন সাহান পাপন। ৬ ও ৭ জানুয়ারি জমকালো আয়োজনের মধ্যদিয়ে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। এতে ভিডিও আকারে দেখানো হবে স্কুলের থিম সংটি। এরইমধ্যে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। দেশি টয়রোর ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন খন্দকার বাপ্পী। সৌরভ সোহাগের কোরিওগ্রাফিতে, মিউজিক ভিডিওটির অ্যানিমেশনের কাজ করেছেন ফয়সাল খান শুভ। গানটির তৈরির অনুভ‚তি জানিয়ে খন্দকার বাপ্পী বলেন, নিজের স্কুলের জন্য গান করার আনন্দ আমার জীবনে বড় প্রাপ্তি হয়ে থাকবে। স্বপ্ন পূরণ হয়েছে, খুব ভালো লাগছে। স্কুলের মধুর স্মৃতিগুলো দেখে সবাই অতীতে ফিরে যাবে। আশা করছি, সবার পছন্দ হবে স্কুলের গানটি। উল্লেখ্য, রাজধানীর হুমায়ুন রোডে ১৯৬৭ সালে মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন