রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে সিটি করপোরেশনের মেয়রকে সহযোগিতা করা হবে।
আজ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে সিটি করপোরেশন কাজ করছে। মেয়র সহযোগিতা চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
নতুন করে কয়েকটি কারখানার লাইসেন্স নবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কামাল বলেন, এটা মেয়র মহোদয়ের ফাংশন। তিনি এ ব্যাপারে কাজ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন