বোনের বিয়ের কেনাকাটা করতি গিয়ে আর ফেরা হলো না। লাশ হলেন বড় ভাই রোহান। মার্চেই ছোট বোনের বিয়ে। শুভদিন ১০ তারিখ। নানান ব্যস্ততা। রোহান তার পাঁচ বন্ধুকে নিয়ে গেছে পুরনো ঢাকার চকবাজারে। তিনটি বাইকে ছয় বন্ধু। কমিউনিটি সেন্টার বুকড, নানান শপিং করা জরুরি। সময়ও ফুরিয়ে আসছে। তাই রোহান বন্ধুদের নিয়ে যাচ্ছিলেন চুড়িহাট্টার গলিপথ দিয়েই।
কিন্তু রোহানরা কি জানত তাদের এই হাসি ঠাট্টা মিইয়ে যাবে আগেুনের লেলিহান শিখায়। তাদের পথচলার গতিকে থামিয়ে দেবে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের গতি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী রোহান আর তার এক বন্ধুর লাশ উদ্ধার করা হয় চকবাজার থেকে। মর্গে এখন নাতি রোহানের জন্য লাশের অপেক্ষা নানা ও মা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন