মংলা সংবাদদাতা
মংলার দিগরাজ এলাকা থেকে সোয়া ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিজ, থানকাপড় ও ঔষদ জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগাড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মেহেদি মাসুদ জানান, গতকাল রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাকে বোঝাই ভারতীয় পণ্যের ওই চালানটি জব্দ করা হয়। তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। কোস্টগার্ড দাবি করেছে ঈদকে সামনে রেখে পাচারকারীরা বেশি লাভের আশায় ভারতীয় পণ্য বাংলাদেশে চোরাইপথে নিয়ে আসছে। চলতি মাসে ৮টি বড় ধরনের চালান আটক করেছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন