বরযাত্রীর দাওয়াত না পেয়ে হামলার ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামে। এ ঘটনায় দুই জনকে মারধর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ১০টি বাড়ি। গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের দুই গ্রæপের মধ্যে এই ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রæপ গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য মোনায়েম ও কিবরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার কিবরিয়ার বিয়ের বরযাত্রী যাওয়ার দাওয়াত না পেয়ে মোনায়েমের লোকজন কিবরিয়ার কর্মী-সমর্থকের উপর হামলা চালায়। পরে বরযাত্রী যাওয়া বাদ রেখে উভয় পক্ষের লোকজন দেশীয় তৈরি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় ওই গ্রামের তোতা ও সোনিয়া আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আওয়ামী লীগ সমর্থক কিবরিয়া জানায়, শুক্রবার তার বিয়ের দাওয়াত না পেয়ে প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় মেহের মন্ডল, নজির মন্ডল, সবুর মন্ডল, গোলাম রব্বানীর বাড়ীসহ ১০টি বাড়িঘর ভাঙচুর করে।
শৈলকুপা থানার (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, আওয়ামী লীগের দুইটি গ্রæপ সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ীঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন