২০১৭ সালের পারফর্মেন্সের ভিত্তিতে স্নাতক পর্যায়ে রংপুর বিভাগের ১০টি কলেজ নির্বাচিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কলেজের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত স্নাতক কলেজসমূহকে ৩১টি কী পারফরমেন্স ইন্ডিকেটর্স এর ভিত্তিতে এই র্যাংকিং করা হয়েছে।
রংপুর বিভাগের ১০টি কলেজের মধ্যে- রংপুর কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ, লালমনিরহাটের উত্তরবাংলা কলেজ, হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ, রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, দিনাজপুর কেবিএম কলেজ।
মন্তব্য করুন