রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পীরগঞ্জে বউ-শাশুড়ি মেলা

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বউ-শাশুড়িদের মধ্যে সুসম্পর্ক ও নিবিড় সেতুবন্ধন তৈরীর উদ্দেশ্যে পীরগঞ্জের বড় আলমপুর পত্মীচড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হলো বউ-শাশুড়ি মেলা। গতকাল সোমবার দিনব্যাপী শতাধিক জোড়া বউ-শাশুড়ির উপস্থিতি এবং তাদের আন্তরিকতায় উপস্থিত দর্শনার্থীরা বিমুগ্ধ হয়ে উঠে। বড়আলমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ল্যাম্ব- বর্ন অন টাইম প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত বউ-শাশুড়ি মেলায় বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান, বড় আলমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক কবির হোসেন, বর্ণ অন টাইম প্রকল্পের এফসি সামছুল আলম, কামরুন্নাহার ও পরিবার কল্যাণকর্মী ফেরদৌস বেগম প্রমুখ। অনুষ্ঠানে পুত্রবধু ও শ্বাশুড়ীদের বিভিন্ন ধরণের প্রতিযোগিতা, বর্ন অন টাইম নাট্যদলের নাটক ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিন্নধর্মী এ মেলার মূল লক্ষ্য হচ্ছে বউ-শ্বাশুড়ীর মধ্যে মা ও মেয়ের মতো সম্পর্ক তৈরী, গর্ভবতী মায়ের পরিচর্যার মাধ্যমে মা এবং শিশুর মৃত্যুহার কমানো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন