রাজধানীর চকবাজার ট্র্যাজেডির ঘটনায় অগ্নিদগ্ধ আহত আরও দুই জনের মৃত্যু হয়েছে। গত রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে সোহাগ (৪৫) ও আনওয়ার (৬০) নামের এই দুই জনের মৃত্যু হয়। আজ মঙ্গলবার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. শামন্ত লাল সেন।
গত রাত সাড়ে ১০টায় মারা যান সোহাগ। রাত ১টায় আনওয়ারের মৃত্যু হয়। এর আগে গত বুধবার চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছিল। অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন নয় জন। এদের মধ্যে আরও দুই জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়াল অন্তত ৬৯ জনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন