রাজধানীর ভাষানটেকে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত দেড়টার দিকে ভাষানটেকের জসিম উদ্দিন রোডের একটি বস্তিতে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে বস্তির প্রায় দু'শোর মতো ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে।
ডিউটি অফিসার এরশাদুল হক জানান, আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা পর্যন্ত দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে । এর মধ্যে একজনের বয়স আড়াই বছর । অন্যজনের বয়সও এমন হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত বুধবার রাত দেড়টার দিকে ভাষানটেকের জসিম উদ্দিন রোড বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন