গাইবান্ধার সুন্দরগঞ্জে যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ প্রকল্পের আওতায় যুব সম্প্রীতি সংঘ দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ইন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় উদ্যোগ ফাউন্ডেশন’র উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজ ও ধুমাইটারী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। “সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্য-সম্প্রীতি” বিষয়ের উপর এই দুই প্রতিষ্ঠানের ৬টি গ্রুপ অংশগ্রহণ করে। ৬টি গ্রুপের দেয়াল পত্রিকার নাম ছিল সম্প্রীতির বন্ধন, মঙ্গলবার্তা, শান্তিরবাণী, সম্প্রীতি বার্তা, আহবান ও ঐক্যের বার্তা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম এ হাবীব সরকার। বিচারকের ভূমিকায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন