শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশে নতুন করে নির্বাচন চেয়েছে ইইউ’র ১৯ সদস্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

আন্তর্জাতিক পর্যবেক্ষণে বাংলাদেশে নতুন করে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ চার দফা দাবি জানিয়েছে ইউরোপিয় ইউনিয়নের ১৯ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি ইউরোপিয় পার্লামেন্টের ডেমোক্রেটিক পার্টির সদস্য ব্রান্ডো বেনিফি ইউরোপিয় ইউনিয়নের ফরেইন অ্যাফেয়ার্স এন্ড সিকিউরিটি পলিসি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ফেডারিকা মোঘেরিনির কাছে দেয়া এক চিঠিতে এই দাবি জানান।
চিঠির শুরুতে ইউরোপি পার্লামেন্সের বিভিন্ন রাজনৈতিক দলের ১৯ সদ্যসের দেয়া এ চিঠির শুরুতেই বাংলাদেশের উন্নয়নের কথা বলা হয়েছে। এরপরই বলা হয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। চিঠিতে ইইউ সদস্যরা বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে নতুন, স্বাধীন নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউরোপিয় ইউনিয়নের আহ্বান করা এবং অনেক কিছু করা প্রয়োজন। এই নির্বাচন যেন অবাধ, গণতান্ত্রিক এবং সহিংসতাহীন হয় তা নিশ্চিত করতে হবে। কারণ সর্বশেষ ভোটগ্রহণের সময় বিরোধীদলের অধিকাংশই ছিল জেলে, নির্বাচনে অন্তত:পক্ষে ১৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। তাছাড়া আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বেশিরভাগ নির্বাচনী এলাকায় অনিয়ম খুঁজে পেয়েছেন। যেখানে বিরোধী ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে। আর যত সম্ভব জাল ভোট ব্যালট বাক্স পূর্ণ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে- বাংলাদেশে দুর্নীতি স্থায়ী রূপ লাভ করেছে এবং আমাদের কাছে তথ্য আছে যে, ২০১৪-২০২০ সালের এই সময়ে ইউরোপিয় ইউনিয়নের উন্নয়ন সাহায্য ৬৯০ মিলিয়ন ইউরোর বেশি কিংবা তার একটি অংশ আত্মসাৎ করা হয়েছে।
চিঠির নিচে ইউরোপিয় পার্লামেন্টের সদস্যরা তাদের চারটি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে- বাংলাদেশে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে নতুন করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের প্রধান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অনুদান কিভাবে বরাদ্দ ও খরচ করা হয় তা সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে। আর সবশেষ বলা হয়েছে বাংলাদেশে শ্রমিক নির্যাতন বিশেষ করে পোষাক-শ্রমিক নির্যাতন বন্ধ করার জন্য ইউরোপিয় ইউনিয়নকে আহ্বান জানাতে বলা হয়েচে।
চিঠি দেয়া ১৯ ইইউ সংসদ সদস্য হলেন- সোস্যালিস্ট ও ডেমোক্রেটিক পার্টির ব্রান্ডো বেনিফি, নিসা চিল্ডার্স, এনা গোমেজ, ক্যারোলিন গ্রাসওয়ান্ডার হেইঞ্জ, অ্যাগনেস জঙ্গেরিয়াস, ওয়াজিদ খান, ডেভিড মার্টিন, সোরায়া পোস্ট, জুলি ওয়ার্ড। ইউরোপীয়ান পিপল’স পার্টির জন ইনাসিও ফারিয়া, টুনে কেলাম, অ্যান্টিনিও লোপেজ-ইস্টুরিজ হোয়াইট, জিরি পোসপিসিল, ইভান স্টেফেন্স । দ্য অ্যালায়েন্স অব লিবারেল ডেমোক্রেটস ফর ইউরোপ গ্রুপের ম্যারিতজে চ্যাকি, রামোন ত্রেমোসা-আই-ব্যালসেলস। জিইউফ/এনজেএল এর স্টেলিয়স কোউলংলু, মেরজা কাইলোনেন এবং ইসিআর এর এন্থেয়া ম্যাকেনটায়ার। ইসিআর এর অ্যান্থিয়া মেলনটায়ার।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (20)
খন্দকার রুবেল পারভেজ ১ মার্চ, ২০১৯, ১২:৫০ এএম says : 0
আমি সম্পুর্ণ ভাবে সহমত পোষণ করছি।
Total Reply(0)
Jewel Plowen ১ মার্চ, ২০১৯, ১:২৭ এএম says : 0
শেখ হাসিনার অধীনে হলে, আমিও আগামীতে সংসদ নির্বাচন করবো!
Total Reply(0)
SaZid Rahman RipOn ১ মার্চ, ২০১৯, ১:২৭ এএম says : 0
নির্বাচন এ নাম শুনলেই আ.লীগ ভয়ে ১৯৭১-এ চলে যায়।
Total Reply(0)
MD Anisur Rahman ১ মার্চ, ২০১৯, ১:২৭ এএম says : 0
হবেনা বাপু,হবেনা দরকারতো আমারও কিন্ত দিচ্ছেটা কে।
Total Reply(0)
Mozibul Haq ১ মার্চ, ২০১৯, ১:২৭ এএম says : 0
tara bujhte pereche
Total Reply(0)
Siam Apon ১ মার্চ, ২০১৯, ১:২৮ এএম says : 0
কারও চাওয়া না চাওয়া কিছু আসে যায়না,, ৫ বছরের জন্য এসেছি আমরাই থাকবো। সব ডিপেনস আমাদের পখখে থাকলে ই চলবে,, বয়ানে
Total Reply(0)
Farid Ahmed Zehadi ১ মার্চ, ২০১৯, ১:২৮ এএম says : 0
মামার বাড়ীর আবদার। যে চাইলেই নির্বাচন দেওয়া হবে।৫ বছর অপেক্ষা করুন
Total Reply(0)
Aynal Hque ১ মার্চ, ২০১৯, ১:২৯ এএম says : 0
নিবাচনের নাম শুনে আওমিলীগে লোকে গায়ে 200 ডিগ্রী জ্বর আসে,,,,
Total Reply(0)
Muhammad Sakib ১ মার্চ, ২০১৯, ১:২৯ এএম says : 0
ইইউ এর বক্তব্যের পিছনে ________ এর হাত আছে।
Total Reply(0)
Hasan Sharif ১ মার্চ, ২০১৯, ১:২৯ এএম says : 0
বাংলাদেশে গনতন্ত্র গিলে খাওয়ার দল আওয়ামীলীগ। এখন যে তরিকায় নির্বাচন হচ্ছে, দখল করে দেশ চালাচ্ছে, এটাই তাদের নেতাদের লালিত স্বপ্ন ছিল।
Total Reply(0)
Ismot Ara ১ মার্চ, ২০১৯, ১:৩০ এএম says : 0
নির্বাচন চায় না মিথ্যা কথা বলার জন্য হাসিনার জন্য নোবেল পুরুষ্কার দাবি করছি
Total Reply(0)
Amirul Islam Emon ১ মার্চ, ২০১৯, ১:৩০ এএম says : 1
আমরা উন্নয়ন চাই, গনতন্ত্র চাই না, শেখ হাসিনা যতদিন বেচে থাকে ততদিন শেখ হাসিনা কে ক্ষমতা দেখতে চাই।
Total Reply(0)
Morshed Haider Sikder ১ মার্চ, ২০১৯, ১:৩০ এএম says : 0
হবে ৫ বছর পর, সেই আশা নিয়ে আগাতে বলেন
Total Reply(0)
অামিনুল ইসলাম অারজু ১ মার্চ, ২০১৯, ১:৩০ এএম says : 0
আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে চাই,,,,
Total Reply(0)
Rezaul ১ মার্চ, ২০১৯, ৬:০৩ এএম says : 0
The Europians should boycott this illegal regime of Bangladesh. They should punish fascist Sk. Hasina for bringing shame to democracy that west hold so high.
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ১ মার্চ, ২০১৯, ৮:১১ এএম says : 0
বাংলাদেশে নির্বাচন হয়েগেছে আজ দুই’মাশ অতিবাহিত হয়েগেল এখন ইউরোপিয় পার্লামেন্টের ১৯ সদস্য ৪টি দাবী তুলে ধরেছে যানাকি অবাস্তব। এটা তাদের অনধিকার চর্চা সেটা পরিষ্কার বুঝা যায় কারন খালেদা জিয়ার সাথে নির্বাচনের কোন সামজ্যস থাকতে পারেনা। কিন্তু এখানে তাদের দ্বিতীয় দাবী হচ্ছে খালেদা জিয়ার মুক্তি যেটা নাকি আবাস্তব ও বাংলাদেশের আইনের বাহিরের কথা। আদলত খালেদা বিবিকে সাজা দিয়েছে এখানে সরকারের কি করার আছে??? এটা অবশ্যই এসব সাংসদেরা বুঝেন তারপরও তারেক মিয়ার টাকা নিয়েছেন তাই তাঁকে শান্তনা দেয়ার জন্যেই এই আবেদন করা এটাই নিন্দুকেরা বলাবলি করছে। এখানে উল্লেখ্য যে, অনেক আগে থেকেই এদের একজন সাংসদ বিএনপির নিকট থেকে মোটা টাকা নিয়ে বাংলাদেশের কামাল মিয়ার সাথে যোগসাজশ করে খালেদাকে মুক্ত করার জন্যে নির্বাচনের অনেক আগে থেকেই লবিং করে আসছিল। এটা স্পষ্ট যে সেই একই পদ্ধতীতে এই ধরনের একটা অবাস্তব দাবী তুলে ধরে তাঁরা যে টাকাটা নিয়েছে সেটাকে জায়েজ করার জন্যেই এনারা এই প্রচেষ্টা নিয়েছেন। আমি বিশ্বাস করি এর কোন প্রতিক্রিয়া হবে না শুধু মাত্র দাবী তোলা এবং সেটা নিয়ে একটু নাড়াচাড়া করা এই আর কি। আল্লাহ্‌ আমাদেরকে আন্তর্জাতিক শত্রুদের হাত থেকে বাঁচিয়ে রাখুন। আমিন
Total Reply(0)
Nannu chowhan ১ মার্চ, ২০১৯, ৯:০১ এএম says : 0
Mr.norul huda eaibar EU ke jaia bolun nirbachon shoshto hoyese jonogoner voter odhikar protishtito hoyese....
Total Reply(0)
শফিউর রহমান ২ মার্চ, ২০১৯, ১০:৪৯ এএম says : 0
THANKS TO ALL (19) PERSONS. PLS GO AHEAD AND PRESSURE CREATE AGAIN AND AGAIN.
Total Reply(0)
মতিন ৩ মার্চ, ২০১৯, ১১:০৫ এএম says : 0
ফালতু ত্রকটা নিরবার্চন করে আওযামীলীগ নিজেকে গর্বভোদ করে নিরবার্চন ভালো হযেছে তাদের অদিনে কোন দিন নিরবার্চন ভালো হবে না কারন ত্ররা চরদখলের রাজনীতি করে
Total Reply(0)
Billal Hosen ৬ মার্চ, ২০১৯, ২:৩৬ পিএম says : 0
1. যারা মন্দ কাজ করে , তারা কি মনে করে যে , তারা আমার হাত থেকে বেঁচে যাবে ? তাদের ফায়সালা খুবই মন্দ। (সূরা আন কাবুত : ৪) 2. যদি কোনো মুসলিম অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায়, তার অধিকার খর্ব করে, তার উপর সাধ্যাতীত বোঝা (জিযিয়া বা প্রতিরক্ষা কর) চাপিয়ে দেয় অথবা তার কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষাবলম্বন করব।’’আল-বায়হাকী, মা‘রিফাতুস সুনান ওয়াল আসার, হাদীস নং ৫৭৫০
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন