শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ত্রিশাল পৌরসভার ৭নং ওয়ার্ড উপনির্বাচনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ত্রিশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন মোঃ মাহাবুবুর রহমান বাবুল, মোঃ জামাল উদ্দিন ব্যাপাড়ী, মোঃ ফরহাদ হোসেন এবং মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ তরফদার। উল্লেখ্য, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম ৪র্থ বারের মত এবারেও নির্বাচিত হয়েছিলেন। গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তরফদার বাড়ীর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি ঢাকা এ্যাপলো হাসপাতালে রাত ১টায় মারা যান। তার মৃত্যুর পর ৭ নং ওয়ার্ডের এই আসনটি শূন্য হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন