শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুর জেলা সদরের যোগিনীমুরায় মরহুম ফছিহ উদ্দিন (রহ:) পীর সাহেবের মাজার শরীফে গত শনিবার বিকেল থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত ৬৮তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাজার শরীফের সভাপতি ও বর্তমান পীরসাহেব আলহাজ আবু রাশেদ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নছিহত করেন ভারতের ফুরফুরা শরীফের বর্তমান গদ্দিনশিন পীর সাহেব আল্লামা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি। প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ছানোয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রীমকোর্টে সাবেক সহকারী এটর্নি জেনারেল ও লিবার্টি ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান বক্ত বলেন, বর্তমান জামান মানুষ ইহজগতিক চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত। কিন্তু অনন্তকাল যেখানে থাকবে সেই পরকালের ব্যাপারে উদাসীন। তিনি সবার প্রতি ইহজাগতিক চিন্তার পাশাপাশি পরকালের সুখের জন্য এবাদত বন্দেগী করার আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন