সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পলান সরকারের দাফন সম্পন্ন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ২:০৪ পিএম

একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় ১৮ মিনিটে স্থানীয় বাউসা হারুন-অর-রশিদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ শেষ হয়।

পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

জানাজার নামাজে অংশগ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির বাবা সমাজ সেবক শামসুদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লা (পিপিএম), বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।

জানাজা নামাজের আগে পলান সরকারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পলান সরকার বাঘার গর্ব জানিয়ে রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের বাউসা হারুন-অর-রশিদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যালয়টিকে সরকারি করার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও পলান সরকার স্মৃতি পাঠাগার স্থাপনের প্রতিশ্রুতি দেন বিশিষ্ট সমাজ সেবক শামসুদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন