শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুয়াকাটায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ৩দিন ব্যাপী কর্মশালা শুরু

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ৫:৫৩ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় কর্মরত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট’র আয়োজনে (২-৪ মার্চ) তিন দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় কুয়াকাটা ইলিশ পার্ক মিলনায়তনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প(৫ম পর্যায়) বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক (প্রশিক্ষন) মো. নজরুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন গণমাধ্যম ইন্সটিটিউটের ডেপুটি ডাইরেক্টর (এডমিন) সাইদ জাহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ। স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় সেশনে শিশু স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন ডা. আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি এএম মিজানুর রহমান বুলেট আকন, সুজন মৃধা প্রমুখ। আগামী ৪ মার্চ এ বর্মশালার শেষ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন