বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এলজিইডি কুমিল্লা দপ্তরে মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২২ পিএম

এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী দপ্তরে উপজেলা পর্যায়ে মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরী পরিচালনার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার জেলার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা হাসান।

কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে কুমিল্লা জেলার উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কার্যসহকারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কুমিল্লা দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীগণ এবং অন্যান্য কর্মকর্তা করমচারী উপস্থিত ছিলেন।

কর্মশালার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী জনাব মীর্জা মোঃ ইফতেখার আলী। প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা হাসান।

দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ধাপে মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরী পরিচালনার জন্য ব্যবহারিক জ্ঞান সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। পরে নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের ল্যাব ইনচার্জ বিভিন্ন ল্যাবরেটরী টেস্ট প্রক্রিয়া এবং টেস্ট রিপোর্ট তৈরির ধাপগুলো প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন