শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হিলিতে প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

হিলি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

নির্বাচনকালীন দেশের দুর্যোগ ও আপদকালীন আনসার ভিডিপি সদস্যদের কাজে লাগাতে তাদের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে দিনাজপুরের হিলিতে দশদিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়। এতে দুই ধাপে দশ দিন করে ১২৮ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে প্রশিক্ষনশেষে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়। হাকিমপুর উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজেনা পারভীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন, হিলি-১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মমিন হোসেনসহ অনেকে। এতে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা, পৌর, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দরভাবে তাদের দায়িত্ব পালনসহ দেশের দুর্যোগ ও আপদকালীন আনসার ভিডিপি সদস্যদের কাজে লাগাতে তাদের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষন দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন