মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভাসানী এতিম শিক্ষাকেন্দ্র ও আলেমা ভাসানী মুসাফিরখানা উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

মজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত আবাস ভূমি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে মওলানা ভাসানীর এতিম শিক্ষা কেন্দ্র (সকল ধর্মের) ও তাঁর সহধর্মিণী আলেমা ভাসানীর নামে মুসাফিরখানার উদ্বোধন করা হয়।
গত শনিবার ভাসানীর জ্যেষ্ঠ কন্যা রেজিয়া ভাসানীর দানকৃত বাড়ির চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানীর পরিবারের উত্তরসুরী মানোয়ার চৌধুরী জেরিন। প্রধান অতিথি ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাসানীর একান্ত তৎকালীন সচিব ও সাপ্তাহিক হক কথার সম্পাদক সৈয়দ এবদানুল বারী। বক্তব্য রাখেন এ্যাডঃ শাহ আখতার কামাল চিশতী, সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন সম্পাদক ও জয়পুরহাট জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সম্পাদক রফিকুল ইসলাম, সুমন চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন